সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের ব্যানারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ২৩ জুন শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরীর চাষাড়া বালুরমাঠে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্রলীগ নেতাদের সরব উপস্থিতি ও স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা বিএনপিকে স্বাধীনতাবিরোধী শক্তি আখ্যা দিয়ে সাবধান হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিএনপি নেতাকর্মী সহ বাম দলের নেতাকর্মীদের মুখে লাগাম দেয়ারও পরামর্শ দেন।
প্রতিবাদ সমাবেশে মহানগর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শুভ রায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের এক শীর্ষ নেতার ছাত্রলীগকে ঘিরে করা মন্তব্যের জবাবে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের কঠোর হুশিয়ার করে বলেন, ছাত্রলীগ যদি আঙুল বাকা করে ঘি তুলবে তবে পাখাগুলো ভাঙবে, তাহলে আবারও এলাকা ছেড়ে পালাতে হবে।
তিনি বলেন, কিছু অশিক্ষিত মাদকাসক্ত যুবদল ও ছাত্রদলের নেতারা অযাচিত কু-মন্তব্য প্রমাণ করে তারা ভন্ড। নারায়ণগঞ্জে ছাত্রলীগ ঐক্যবদ্ধ। আদর্শিক, সুসংগঠিত, মার্জিত, ভদ্র ছাত্রলীগ আছে বলেই তোমরা এখনো এলাকায় ঘুরেফিরে বেড়াও, এখন পাখা হইছে। যদি ছাত্রলীগ আঙুল বাকা করে চিন্তা করে ঘি তুলবে পাখাগুলি ভাঙবে তাদের আবার পালিয়ে এলাকাও ছাড়তে হবে। কথায় কথায় বলো খেলা হবে। আগে আমাদের সাথে খেলে দেখাও। মারবো এখানে বল পরবে লন্ডনে।
মহানগর ছাত্রলীগের অন্যতম নেতা আরাফাত খান শান্তর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন-মহানগর ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সুমিত, সাবেক ত্রান ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ অপু, সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক সায়েম রেজা, সাবেক ছাত্রলীগ নেতা আলামিন, সাবেক গন শিক্ষা বিষয়ক সম্পাদক মামুন মিয়া, সাবেক ছাত্রনেতা শামীম রানা, শামীম হোসেন শামীম, সাকিব হাসান বাপন, ইমু মৃধা, রতন বিশ্বাস, ম্যাকলিন, রাফিন, অয়ন, রাজু, রুহুল আমিন, সঞ্জয় ঘোষ, রিফাত, মিলকান সহ মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের আরো অন্যান্য নেতৃবৃন্দ।