সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আগামী ১৫ই জুলাই অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের সম্ভাব্য ভেন্যু মহানগরীর মিশনপাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টার পরিদর্শন করেছে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।
৬ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ নেতাকর্মীদের নিয়ে সম্মেলনের ভেন্যু মহানগরীর হোসিয়ারি কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন তারা। এসময়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হোসিয়ারি কমিউনিটি সেন্টারের ভিতর ও বাইরের সবকিছু পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শক শেষে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, বর্তমান সরকার আমাদেরকে মাঠে ময়দানে কোনো সম্মেলন করতে দেয় না। আমাদেরকে বাধ্য হয়ে হলরুমের ভিতরে সম্মেলন করতে হয়। আমাদের কাউন্সিলর ও ডেলিগেটদের নিরাপত্তার কথা চিন্তা করে মহানগর বিএনপির সম্মেলনের ভেন্যু হিসেবে হোসিয়ারি কমিউনিটি সেন্টার খুবই সুন্দর। আমরা আশা করি এখানে খুবই জমকালো আয়োজনের মধ্যদিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।
এসময়ে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, সদস্য মাহমুদুর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু, জেলা ছাত্রদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।