সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক প্রবাসী ছেলে দেশে ফিরে দেখেন মা ও বাবা বিপুল পরিমান অর্থ ঋণ করে ফেলেছেন। ঋণের বোঝা এখন সন্তান সইতে না পেরে মা বাবার উপর নির্যাতন শুরু করেছেন। যার ফলশ্রুতিতে মা এখন ঘরবাড়ি ছাড়া।
এই ঘটনাটি ঘটেছে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে।
সরেযমিনে যাওয়ার পর এ ঘটনার বিবরণ দেন ওই গ্রামের সিদ্দিকের স্ত্রী আকলিমা বেগম (৬০)।
তিনি গণমাধ্যম কর্মীদের কাছে বলেন, আমার ছেলে হালিমকে অনেক ধার-দেনা করে একটু সুখের জন্য সৌদি আরবে পাঠাইছিলাম। কিন্তু যাওয়ার পর সে দেশে আর কোন টাকা পয়সা পাঠায় না। তখন ঋণের চাপে আমরা দিশেহারা হয়ে পড়ি, কিছু জমি বিক্রি করে কিছু ঋণ পরিশোধ করি। আমার ছেলে হালিম কিছুদিন পূর্বে বিদেশ থেকে দেশে আসলে মানুষের ঋণের টাকা পরিশোধের কথা বললে সে আমাকে এবং তার বাবাকে মানসিক, শারীরিক নির্যাতন করতে থাকে। এমনকি মারধর করে আমার বুকের হাড় পর্যন্ত ভেঙ্গে দিয়েছে। তার অত্যাচার গোসলখানায় গোসল করতে পারিনা, বাথরুমে যেতে পারি না, আমাদের স্বামী স্ত্রী দুজনকে হালিম কোন ভরণ পোষণও করেন না। আমার স্বামী অসুস্থ থাকায় তাকে ছোট ছেলের ঘরে রেখে আমি তার নির্যাতনে আত্মীয়স্বজনের বাসায় থাকি। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামের মাতব্বরদেরকে জানালে বৈঠকের তারিখ হলে সে বৈঠকেও হাজির হয় না। আমার ছোট ছেলে আপেল মাহমুদ ও মেয়ে রোকসানা তার অত্যাচারের ব্যাপারে কোন কথা বললেই সে তাদেরকে মারধর করে। গ্রামের কেউ যদি তার বিপক্ষে কথা বলে তাদেরকে মামলা দিয়ে উচিত শিক্ষা দেওয়ার হুমকি প্রদান করেন।