সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সদর ও ফতুল্লা হতে পৃথক অভিযানে হত্যা মামলার পলাতক আসামী জসিম ওরফে কালা জসিম সহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ২২ জুলাই শনিবার রাতে এ তথ্য জানান র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সিনিয়র সহকারী পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ২২ জুলাই শনিবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পূর্ব গোপালনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামী জসিম ওরফে কালা জসিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানায়, নিহত ভিকটিম জাকির মিয়া নিখোঁজ ছিল। পরবর্তীতে নিখোঁজের ৩৪ দিন পর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার বক্তাবলি উত্তর গোপালনগর এলাকা থেকে ভিকটিমের লাশ উদ্ধার হয়। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৯(১০)২২ইং, ধারা- ৩৬৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী জসিম ওরফে কালা জসিম (৩৮) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে।
অপর একটি পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার মামলা নং-৭৭(৭)২২, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড মূলে হত্যা মামলার পলাতক আসামী সবুজকে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন বাবুরাইল এলাকা হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।