তৈমূর বলয় ছেড়ে সাখাওয়াতের সঙ্গে সানোয়ার হোসেন!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের বলয়ে রাজনীতি করে আসছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সহ-সভাপতি সানোয়ার হোসেন। মুলত মহানগর যুবদরের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদের মাধ্যমে তৈমূর বলয়ে রাজনীতি করতেন সানোয়ার হোসেন। কিন্তু সেই সানোয়ার হোসেন এবার তৈমূর আলম খন্দকারের বলয় ছেড়ে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বলয়ে যোগদান করেছেন।

জানাগেছে, ২৭ এপ্রিল শনিবার সন্ধায় নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটে সাখাওয়াত হোসেন খানের কার্যালয়ে বিএনপির সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন সানোয়ার হোসেন। এ সংক্রান্ত বেশকটি ছবিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই সময় সাখাওয়াত হোসেন খান ও সানোয়ার হোসেন ছাড়াও যুবদলের বেশকজন নেতাকর্মীকে দেখা যায়। তবে এর আগে সাখাওয়াত হোসেন খানের সঙ্গে এভাবে সানোয়ার হোসেনকে দেখা যায়নি।

নেতাকর্মীরা জানিয়েছেন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন সানোয়ার হোসেন। কিন্তু গত ৩১ মার্চ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে সানোয়ার হোসেনকে রাখা হয়। এর আগে কয়েক মাস পূর্বে মহানগর যুবদলের সুপার ফাইভ কমিটিতে ঠাঁইই পাননি সানোয়ার হোসেন। যেখানে খোরশেদের ভাগিনা রশিদুর রহমান রশুকে সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়। বিষয়টি মেনে নিতে পারেনি সানোয়ার হোসেন। এর পর মহানগর যুবদলের কমিটিতে যখন ২৫ জনকে সহ-সভাপতি করে সেই কমিটির সহ-সভাপতি পদে সানোয়ারকে রাখা হয়,এতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন সানোয়ার হোসেন।

যার ফলশ্রুতিতে গত ২২ এপ্রিল মহানগর যুবদলের অপর অংশের নেতাকর্মীদের নিয়ে পাল্টা কর্মসূচি পালন করেন সানোয়ার হোসেন। ওই কর্মসূচি থেকে যুবদলের বিরোধ নিষ্পত্তির জন্য সাত দিনের আল্টিমেটাম দিয়েছিলেন একাংশের নেতারা। কিন্তু এখনও সেই বিরোধ নিষ্পত্তির কোন উদ্যোগ দেখা যায়নি।

অন্যদিকে জানাগেছে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের একাংশের নেতারা। ২২ এপ্রিল সোমবার সন্ধায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া এলাকায় বন্দর যুবদলের আয়োজিত এক কর্মীসভায় এই আল্টিমেটাম দিয়েছেন যুবদলের নেতারা। কর্মী সভায় মহানগর যুবদলের একাংশের নেতাকর্মীদের পক্ষে এমন ঘোষণা দেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান। ওই সময় নেতাকর্মীরা এমন আল্টিমেটামের পক্ষে হাত তালি দিয়ে সমর্থন জানান।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সহ-সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, প্রধান বক্তা হিসেবে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান, বিশেষ অতিথি হিসেবে মহানগর যুবদলের সহ-সভাপতি আহাম্মদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বক্তব্য রাখেন ওই কর্মী সভায়। সভায় এসব নেতারা কঠোর সমালোচনা করেন এবং খোরশেদের বিরুদ্ধে অর্থের লেনদেন, পদ বানিজ্য ও কমিটি বানিজ্যের অভিযোগ তুলেন।