সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
মে দিবসে কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি চেয়ে চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আমাদের বক্তব্য এখানে পরিস্কার, আমরা আন্দোলনে আছি আন্দোলনে থাকবো। আমাদের প্রধান দাবি হলো দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি। এছাড়া অন্য কোন বক্তব্য শুনতে চাই না। বিএনপির কেন্দ্রীয় নেতাদের বলতে চাই, অন্য কিছু শুনতে চাই না। একমাত্র দাবি হলো খালেদা জিয়ার মুক্তি।
মে দিবস উপলক্ষে ১ মে বুুধবার সকালে নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। ওই র্যালী পূর্ব সমাবেশে তৈমূর আলম খন্দকার এসব কথা বলেন। তার বক্তব্য শেষে র্যালী বের হয়ে চাষাড়া এসে শেষ হয়।
নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সভাপতি এসএম আসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা ওলামাদলের সভাপতি শামসুর রহমান খান বেনু, কেন্দ্রীয় যুবদল নেতা আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ খান ভাষানী, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক মো: নাসির উদ্দিন, মহানগর শ্রমিকদলের সাবেক সভাপতি ফারুক হোসেন, শহর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মনতাজ উদ্দিন মন্তু, সহ-সভাপতি আক্তার হোসেন খোকন শাহ, জানে আলম দুলাল, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক খন্দকার আওলাদ, ফতুল¬া থানা শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন খান সহ অন্যান্য নেতাকর্মীরা।