সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ মহানগর যুবদল অবশেষে দুই ভাগে বিভক্তিই রয়ে গেল। গত ৩১ মার্চ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর থেকে মহানগর যুবদলের নেতাদের বিভক্তিতে অস্থিরতা সৃষ্টি হয়। এবার মহান মে দিবস পালনে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে কর্মসূচি পালন করেছেন। যেখানে মহানগর যুবদলের একটি অংশ তৈমূর আলম খন্দকার ও আরেকটি অংশ সাখাওয়াত হোসেন খানের সঙ্গে মহান মে দিবস পালন করেছেন। ফলে তৈমূর সাখাওয়াতে ভাগাভাগি হয়ে গেল নারায়ণগঞ্জ মহানগর যুবদল। আবার সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন তার নেতাকর্মীদের নিয়ে যোগদান করেছেন মহানগর বিএনপির সভাপতির নেতৃত্বে পালিত মে দিবসের কর্মসূচিতে।
মনোয়ার হোসেন শোখন অনুগামী নেতাকর্মীরা দাবি করছেন- যারা তৈমূর আলম খন্দকার ও সাখাওয়াত হোসেন খানের কর্মসূচিতে গিয়েছেন তারাই দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। কারন মহানগর বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে মহানগর যুবদল যোগদান করার নিয়ম মহানগর বিএনপির সভাপতি আবুল কালামের সঙ্গে কর্মসূচি পালন করা। তবে সাখাওয়াত অনুগামী লোকজন বলছেন, সাখাওয়াত হোসেন খান দলের নিয়মিত কর্মসূচিগুলো পালন করেন এবং নেতাকর্মীদের খোজ খরব রাখেন, সুখে দুঃখে পাশে দাড়ান। যে কারনে তার সঙ্গেই পালন করা উচিত সকল অঙ্গ সংগঠনগুলোর। কিন্তু তৈমূর আলম খন্দকার কেন্দ্রীয় নেতা হিসেবে তার সঙ্গে মহানগর যুবদলের অংশগ্রহণ দলের শৃঙ্খলা ভঙ্গ।
জানাগেছে, নারায়ণগঞ্জে মে দিবস পালনে কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিশাল শোডাউনে র্যালী করেছেন নারায়ণগঞ্জের আলোচিত আইনজীবী নেতা মহানগর বিএনপির বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
১ মে বুধবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে থেকে নারায়ণগঞ্জ শ্রমিকদলের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে এই র্যালী বের করা হয়। র্যালীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, মহিলা দলের কয়েক হাজার নেতাকর্মী ছাড়াও জেলা যুবদলের নেতাকর্মীরাও এই র্যালীতে অংশগ্রহণ করেন।
র্যালীটি ডিআইটি বানিজ্যিক এলাকা ঘুরে পূণরায় নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে এসে শেষ হয়। র্যালীর পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন খান। পরে র্যালীতে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দেন। এসময় নেতাকর্মীদের মুহুর্হ শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শহরের প্রধান এই সড়কটি। এতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান তুলেন সাখাওয়াত হোসেন খান।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে মে দিবসের এই বিশাল র্যালীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীদের নিয়ে যোগদান করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সহ-সভাপতি সানোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান, সহ-সভাপতি মনিরুল ইসলাম মনু, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল হক মুছা প্রমূখ।
অন্যদিকে মে দিবস উপলক্ষে ১ মে বুুধবার সকালে নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। ওই র্যালীর নেতৃত্বে ছিলেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে এই সমাবেশ ও র্যালীতে ছিলেন তৈমূর আলমের ভাই মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, সহ-সভাপতি আক্তার হোসেন খোকন শাহ, জানে আলম দুলাল, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন খান সহ অন্যান্যরা। তবে সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন তার নেতাকর্মীদের নিয়ে সকালে কালিরবাজার এলাকা থেকে বের হওয়া মহানগর বিএনপির সভাপতি আবুল কালামের কর্মসূচিতে যোগদান করেন।