সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে নারায়ণগঞ্জের রাজনীতিতে টানটান উত্তেজনা বিরাজ করছে। সরকার দলের মাঝেও যেমন রয়েছে ক্ষমতা হারানোর ভয়ের আতংক, তেমনে বিএনপির মাঝেও আছে গ্রেপ্তার আতংক। পুলিশ নিয়মিত বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে নানাভাবে।
অনেকেই গ্রেপ্তার হলেও নারায়ণগঞ্জের বিএনপির হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন শনিবারের সমাবেশে যোগদানের লক্ষে। সরকার পুলিশ দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করতে পারে এমন আশংকা থেকে অনেক আগেই আত্মগোপনে চলে গেছেন বিএনপির নেতাকর্মীরা। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা আত্মগোপনে থেকেও বিশাল সংগঠিত হয়ে আছে।
জানাগেছে, আগামী ২৮ অক্টোবর শনিবার ঢাকায় নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। সেই লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা/উপজেলা, সদর থানা বিএনপি সহ এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে পূর্ব পরিকল্পনা হাতে নিয়েছেন। সেভাবেই ইতিমধ্যে বিএনপির সিংহভাগ নেতাকর্মীরা ঢাকা ও এর আশপাশের এ লাকায় গোপনে অবস্থান নিয়েছেন। ফলে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির নেতাকর্মীদের আর দেখা যাচ্ছে না। পুলিশ নেতাকর্মীদের বাড়িতে দিন রাত ২৪ ঘন্টা অভিযান দিয়েও খুজে পাচ্ছেনা।
মহানগর বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, শনিবারের মহাসমাবেশে ইতিহাসের সর্ববৃহত্তর শোডাউন দিবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। তারা মনে করেন- সরকার পতনের জন্য এই সমাবেশে নেতাকর্মীদের বৃহত্তর অংশগ্রহণ জরুরী। সেই লক্ষ্যেই সংগঠিত রয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এর আওতাধীন বন্দর থানা বিএনপি, বন্দর উপজেলা বিএনপি, সদর থানা বিএনপি এবং গোগনগর, আলীরটেক, মুছাপুর, ধামগড়, মদনপুর, বন্দর, কলাগাছিয়া বিএনপি। একইভাবে পৃথকভাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো।