আমি কখনো নমিনেশন পেপার কিনি নাই, দল কিনেছে: শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট, সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, জনগণ চাইলে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের এমপি সেলিম ওসমানকে আবারো নির্বাচিত করবেন।

২৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দরে সেলিম ওসমান সাপোর্টার্স ফোরামের আয়োজনে এই গণসংবর্ধনায় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদের সভাপতিত্বে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শামীম ওসমান বলেন, কিছু মানুষ এ দেশকে আবারো ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে। কোথাও না কোথাও সভা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তারা আজকে ফের জেগে উঠেছে। কিন্তু আমরা লড়াই করবো। শেষতক আমরাই জিতবো। আবারো শেখ হাসিনা ক্ষমতায় আসবে।

বৃহস্পতিবার বিকেলে বন্দরে জেলার বিভিন্ন খাতে উন্নয়নমূলক কাজে অবদান রাখায় সদর-বন্দর আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের গণসংবর্ধনা দেয়া হয়।

শামীম ওসমান বলেন, এদেশে দুই ধরনের রাজনীতিবিদ আসে। একজন দিতে আসে আরেকজন খেতে আসে। আমার মনে হয় সেলিম ওসমান দিতে এসেছেন। আজকাল অনেক আছেন এত খায় যে বাংলাদেশটা খেয়ে ফেলতে চায়। কিন্তু সেলিম ওসমান নিজের উপার্জিত টাকায় মানুষের জন্য কাজ করে চলেছেন। একজন এমপি হিসেবে সেলিম ওসমান সফল নাকি সফল না এ বিচারের দায় জনগণের।

শামীম ওসমান বলেন, আমরা দোষেগুণে মানুষ। আমি বলি না আমি পারফেক্ট। রাজনীতি একটি এবাদত। ২০০১ সালের নির্বাচনে আমাকে পরাজিত করা হলো। আড়াই লাখ টাকা নিয়ে চলে গেলাম দেশের বাইরে। এমন কোন কাজ নাই যে করি নাই। এখন আমি আর কিছু না পারলেও একটা বিষয় পারি সেটা হলো মন্ত্রীর টেবিলে থাপড় দিয়ে হাজার কোটি টাকার কাজ পাশ করিয়ে নিতে পারি। পরে আবার মিলে যাই।

তিনি বলেন, আমাদের অভিভাবক হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সিদ্ধান্ত নিবেন কে নির্বাচন করবে কে করবে না। আমি তো সংসদে বলে দিছি নির্বাচন করবো না। আমি কখনো নমিনেশন পেপার কিনি নাই। দল কিনেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলা সভাপতি সানাউল্লাহ সানু, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি নাজমুল আলম সজল, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ।

সূত্র: ডান্ডিবার্তা অনলাইন