যেখানে আল্লাহ ও দ্বীনের বিষয়ে আলোচনা হয়, সেখানে আল্লাহর রহমত থাকে: শামীম ওসমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগরীর দেওভোগে একটি ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। রাষ্ট্রীয় কাজে তাকে ঢাকায় জরুরী তলব করায় তিনি ওই মাহফিলে না আসতে পারায় দেওভোগবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। এসময় তিনি তার পরিবারের মৃত ব্যক্তিদের জন্য দোয়া চান উপস্থিত সকলের কাছে।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে নগরীর পশ্চিম দেওভোগ মাদ্রাসা এলাকায় বাগে জান্নাত জামে মসজিদ কমিটি আয়োজিত মাহফিলে মুঠোফনে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

শমীম ওসমান বলেন, এখানে আল্লাহ ও দ্বীনের আলোচনা হবে। আমি কখনো মাহফিলের দাওয়াত মিস করিনা। কিন্তু রাষ্ট্রীয় কাজে ডাক দেওয়ায় আমাকে ঢাকা যেতে হচ্ছে। তাই আমি উপস্থিত সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেখানে আল্লাহ ও দ্বীনের বিষয়ে আলোচনা হয়, সেখানে আল্লাহর রহমত থাকে। আমি একজন এতিম, আমার বাবা-মা জীবিত নেই। আমি তাদের জন্য আপনাদের কাছ দোয়া চাই। ফিলিস্তিনে ইসরাইলের বর্বর আগ্রাসন চলমান। এক-দেড় মাসের শিশুদেরকে ও ওরা নির্বিচারে হত্যা করছে। ফিলিস্তিনের শহীদদের জন্য দোয়া করবেন। দেশবাসীর মঙ্গলের জন্য দোয়া করবেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ দুলাল হোসেন, মোঃ বুল্বুল ইসলাম, সুলতান আহমেদ, হাবিবুর রহমান হাবিব খান, মোঃ মাইনুদ্দিন, মোঃ মোস্তফা ভূঁইয়া, মোঃ জামান, মোঃ কবির, মোহর আলী চোধুরী প্রমুখ