মির্জা ফখরুলসহ নেতাকর্মীদের গ্ৰেপ্তারে মহানগর বিএনপির নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি: বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

২৯ অক্টোবর রবিবার এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, সরকারের পায়ের তলায় মাটি নাই, তাই তারা দিশেহারা হয়ে পড়ছে। দিশেহারা হয়ে আ’লীগ পুলিশকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। তাই আওয়ামীলীগের সন্ত্রাসীরা ও পুলিশ মিলে গুলি করে সন্ত্রাসী কায়দায় বিএনপির নয়াপল্টন মহাসমাবেশ পন্ড করে দিয়েছে। তার প্রতিবাদে আজ সকাল ও সন্ধ্যা হরতাল ডেকেছে।

তাঁরা আরও বলেন, হরতালে জনগণের সমর্থন থাকায় তাই সরকার ভয়ে আতংকিত হয়ে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন নেতৃবৃন্দকে গ্রেফতার করছে। যাহা গনতন্ত্রের জন্য মোটেই শুভনীয় নহে। অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নারায়ণগঞ্জের সিদ্ধির থানা বিএনপির সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ সদর থানার অন্তর্গত ১৩নং ওয়ার্ড বিএনপি’র সিঃ যুগ্ম-সম্পাদক মনোয়ার হোসেন সোহেল, সদর থানা ছাত্রদলের নেতা মো. মিলন ও শ্রমিক দল নেতা মাসুম খানসহ গ্ৰেফতারকৃত সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি।