নারায়ণগঞ্জের ৫টি আসনেই নির্বাচনী প্রস্তুতিতে আওয়ামীলীগ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপি যেখানে তত্বাবধায়ক সরকার দাবিতে আন্দোলন করে যাচ্ছে সেখানে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে আওয়ামীলীগ। নারায়ণগঞ্জেও এর ব্যতিক্রম নয়। নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশিরা বিএনপি জামাতের আন্দোলনে ঠেকানোর পাশাপাশি দলীয় প্রতীক নিয়ে নির্বাচনেরও প্রস্তুতি নিয়ে রাখছেন। যদিও ৫টি আসনের মধ্যে দুটি আসনে এখনো রয়েছে আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের শরীক দল জাতীয় পার্টির এমপি।

নারায়ণগঞ্জ সদর আসলে আওয়ামীলীগের একাংশের নেতাকর্মীরা দাবি তুলেছেন বর্তমান জাতীয় পার্টির এমপি সেলিম ওসমানকে আবারো এমপি হিসেবে দেখতে চান। সোনারগাঁও আসনে জাতীয় পার্টির এমপির পক্ষে সরাসরি আওয়ামীলীগ দাবি না তুললেও আওয়ামীলীগের অনেক নেতারা রয়েছেন এখানে জাতীয় পার্টির এমপির পক্ষে, যারা মুলত ওসমানীয় তাবেদারীতে ব্যস্ত। তবে এ দুটি আসন সহ বাকি তিনটি আসনেও আওয়ামীলীগের বেশ হেভিওয়েট প্রার্থীরা নৌকা প্রতীক চেয়ে নির্বাচনী মাঠে কাজ করে চলেছেন।

নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে তিন মেয়াদেই জাতীয় পার্টির এমপি। ২০১৪ সালের উপ-নির্বাচনেও এখানে জাতীয় পার্টির এমপি নির্বাচিত হোন। এ আসনটি ছেড়ে দিয়েছে আওয়ামীলীগ। তবে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশিরা হাল চাড়ছেনা। তারা নিজেরা নির্বাচনী প্রস্তুতি নিয়েই নৌকা প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠে মনোনয়ন প্রত্যাশি আওয়ামীলীগ নেতারা। এ আসনে নৌকা প্রতীক প্রত্যাশি হিসেবে আলোচনায় রয়েছেন আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক সহ-সভাপতি আরজু রহমান ভুঁইয়া ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ রশিদ ভুঁইয়া।

নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছেন বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ।

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুর বিরু সহ আরো বেশকজন আওয়ামীলীগ নেতা।

নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য প্রস্তুত এ আসনের বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা হাবিবুর রহমান মোল্লা।

নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রফিক সহ আরো বেশকজন।