সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৯ নভেম্বর বুধবার বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের নিকট মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের এই প্রার্থী।
পরে জেলা নির্বাচন কমিশন চত্বরে এমপি শামীম ওসমান গণমাধ্যমকে বলেন, অনেকেই রাজনীতিকে ব্যবসা হিসেবে নেন। আমি ব্যবসা নয়, রাজনীতিকে ইবাদত হিসেবে নিয়েছি। ইতোমধ্যে বড় কাজগুলো গুছিয়ে ফেলেছি। ৮০ শতাংশ কাজ শেষ, বাকি ২০ শতাংশ কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ ছয় মাস সময় লাগবে।
নির্বাচনে বিএনপির না আসার বিষয়ে শামীম ওসমান বলেন, বিএনপি নির্বাচনে আসার চেয়ে ভোটারদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছি। তরুণ প্রজন্মের সবাই ভোট দিতে আসবেন, সঙ্গে মুরুব্বিদেরও নিয়ে আসবেন।