সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের বন্দরের মুছাপুরে নতুন প্রজন্ম মানব কল্যাণ সংগঠনের উদ্যোগের বৃক্ষরোপন কর্মসূচি করা হয়েছে। ১ মে বুধবার বন্দর থানার মুছাপুর ইউনিয়নের জহরপুর-শাসনেরবাগ সংযোগ সড়কের দু’পাশে বিভিন্ন জাতের পরিবেশবান্ধব বৃক্ষ চারা বপন করা হয়।
সংগঠনের সর্বপ্রথম এই বৃক্ষরোপন কর্মসূচির প্রতিপাদ্য বিষয় ছিল ‘গাছ লাগান পরিবেশ বাচাঁন, গাছ প্রকৃত বন্ধু, আজকের চারা গাছ আগামী দিনে দুঃসময়ের সাথী।’ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটির কেন্দীয় নেতা নুর-এ-আজাদ, সামসুল ইসলাম, সমাজ সেবক মোকলেছুর রহমান ও আলিম মিয়া।
আরো উপস্থিত ছিলেন নতুন প্রজন্ম মানব কল্যাণ সংগঠনের সভাপতি শাহিন খলিল, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সবুজ, অর্থ সম্পাদক মামুন আহাম্মদ, সংগঠনের সদস্য তপু, সোলেমান, মোক্তার, আরমান, বেলাল, তুষার, মিলন, আবদুল্লাহ, জহির, সাগর, সাইদুল ও সাজেন প্রমূখ।