হাসিনা অটিজমে প্রতিবন্দীদের নিয়ে সেলিম ওসমানের জন্যে দোয়া

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের সাবিলা অডিটোরিয়ামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিশিষ্ট সমাজহিতৈষী ও দানবীর এ কে এম সেলিম ওসমানের নির্বাচনী সাফল্য ও তার সুস্বাস্থ্য কামনা করে অটিস্টিক ও প্রতিবন্ধী শিশু-কিশোরদের নিয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠানটির প্রধান কর্মাধ্যক্ষ হাসিনা রহমান সিমুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সেবা গ্রহণ কারী অটিস্টিক ও প্রতিবন্ধী শিশু-কিশোররা সহ প্রতিষ্ঠানটীর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, অভিভাবক বৃন্দ সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুমাইয়া রহমান শ্রেষ্ঠ, হোসনে আরা মিনু,আলামিন রাব্বি, খোকন গাজী ও মো: মুজাহিদ প্রমুখ।

দোয়া মাহফিলে আগত অতিথি ও অভিভাবকদের উদ্দেশ্যে হাসিনা রহমান সিমু বলেন প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতার প্রসার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা এবং উন্নতি সাধন নিশ্চিত করার লক্ষ্যে জনাব সেলিম ওসমান অভিভাবকের ভূমিকা পালন করে থাকেন। হাসিনা অটিজম চাইল্ড কেয়ার প্রতিষ্ঠায় তার আর্থিক অনুদান এই প্রতিষ্ঠানটি সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ করে। তিনি বলেন সেলিম ওসমান যতদিন সুস্থ আছেন ততদিন আমরা নিরাপত্তা বোধ করি। আল্লাহ যেন এমন সমাজহিতৈষী ব্যক্তিকে সুস্থ রাখেন ও আগামী নির্বাচনে তাকে সাফল্য দান করেন এই কামনা করে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা শুনেছি প্রতিবন্ধী শিশু-কিশোররা নিস্পাপ ও তাদের দোয়া কবুল হয়। আগত অভ্যাগতদের মাঝে নেওয়াজ বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানটী সমাপ্ত হয়।