সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়টি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় জাতীয় পার্টির নেতারা অভিযোগ করে জানান, বারদী ইউনিয়নের স্টান্ড সংলগ্ন কার্যালয়টি ভাংচুর করা হয়েছে। তারা জানান, ২২ জানুয়ারী সোমবার বিকেলে জাতীয় পার্টির এই অস্থায়ী কার্যালয়টি ভাংচুর করা হয়েছে।