ডেস্ক রিপোর্ট, সান নারায়ণগঞ্জ
তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আমরা মনে করি এই জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিকভাবে তৃণমূল বিএনপির বিজয় হয়েছে। বাংলাদেশে ৪৯টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এরমধ্যে অনেক দলেরই ম্যানিফেস্টো জনগণ জানে না। তাদের দলীয় প্রতীক ঠিকমত সকলে জানে না, তাদের দলের নাম জানে না। অনেক দলের প্রতিষ্ঠাতার নামও জানে না। কিন্তু তৃণমূল বিএনপি দেশের সকল মানুষের কাছে পরিচিত, সারাদেশের জনগণের কাছে সোনালী আঁশ মার্কাটি এক শব্দে পরিচিত। মাত্র দুই মাসের একটি দলকে আমরা সারাদেশের জনগণের কাছে পরিচিত করেছি এই নির্বাচনের মাধ্যমে।
২৬ জানুয়ারী শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর তৃণমূল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে নারায়ণগঞ্জ মহানগরীর মাসদাইর এলাকায় মজলুম মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
তৈমূর আলম খন্দকার আরো বলেন, “আমাদের সবকিছু এরইমধ্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। আমাদের থিওরি হলো ‘সুষ্ঠু রাজনীতি সুশাসনের ভিত্তি’। সুষ্ঠু নির্বাচন সুশাসনের আওতায় পড়ে। যেখানে রাজনীতি সুষ্ঠু না, সেখান সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। বাংলাদেশে যাতে সুষ্ঠু রাজনীতি হয় সেজন্য আমরা কাজ করে যাবো। জাতি যেন সুষ্ঠু রাজনীতির দিকে এগিয়ে যেতে পারে, সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।’
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, ‘একসময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় না। তিনিও তত্ত্বাবধায়ক সরকার চেয়েছেন। ওইসময় বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, এখন চাচ্ছে। কিন্তু এ তত্ত্বাবধায়ক সরকারের থিওরি দিয়েগেছেন ব্যারিস্টার নামজুর হুদা। যিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য এবং তৃণমূলেরও প্রতিষ্ঠাতা। আমরা সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করছি।’
সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে তৈমূর খন্দকার বলেন, ‘বর্তমান প্রজন্ম ক্ষমতার দ্বন্দ্বে অন্ধ হয়েছে। এ প্রজন্ম দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। স্বার্থে জড়িয়ে যাওয়ার কারণে ভবিষ্যত প্রজন্মের দ্বারাও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তৃতীয় প্রজন্মের দ্বারা সম্ভব হবে সুষ্ঠু নির্বাচন। সেই প্রজন্মের জন্য এখন থেকেই আমরা প্রস্তুত হচ্ছি। সেই লক্ষ্যেই কাজ করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তৃণমূল বিএনপির প্রস্তাবিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী মেম্বার, সদস্য সচিব অ্যাডভোকেট মাজহারুল ইসলাম রোকন, নারায়ণগঞ্জ মহানগর তৃণমূল বিএনপির প্রস্তাবিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আলী হোসাইন ও সদস্য সচিব সাজিদ খান সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সূত্র: জাগো নিউজ