সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
২০১৩ সালের দায়ের করা একটি রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। ৩০ জানুয়ারী মঙ্গলবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) শাম্মী আখতারের আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।
তৈমূর আলম খন্দকারের পক্ষে আদালতে জামিন শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বোরহান উদ্দিন সরকার ও নারায়ণগঞ্জ জেলা তৃণমুল বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাজহারুল ইসলাম রোকন।
আদালত সূত্রে জানাগেছে, মঙ্গলবার ২০১৩ সালের সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা একটি মামলায় অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার আদালতে আত্মসমর্পন করে জামিন লাভ করেছেন। তৎকালীন সময়ে তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন। সেই সাথে তিনি এই মামলার প্রধান আসামী হিসেবে রয়েছেন।
তৈমূর আলম খন্দকারের জামিন শুনানির দিন নারায়ণগঞ্জ আদালতপাড়ায় তৃণমুল বিএনপির নেতাকর্মীরা আসেন। এ সময় মহানগর তৃণমুল বিএনপির সদস্য সচিব সাজিদ খান সিদ্দিকীর নেতৃত্বে মহানগর তৃণমুল বিএনপির নেতাকর্মীরা আদালতপাড়ায় ছিলেন।