নারায়ণগঞ্জের বন্দর ও ফতুল্লায় ৭ মাদক বিক্রেতা গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার বন্দর ও ফতুল্লা থানায় পৃথক অভিযানে ৭ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়।
বন্দর থানা পুলিশ সূত্রে জানাগেছে, বন্দরে ২ নারী মাদক বিক্রেতা সহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২ মে বৃহস্পতিবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। মাদক বিক্রেতাদের কাছ থেকে পুলিশ ১’শ ৪০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন।

মাদক বিক্রেতারা হলো- বন্দর থানার পিচকামতাল এলাকার রুবেল মিয়ার স্ত্রী রোকেয়া বেগম, একই এলাকার বিল্লাল মিয়ার স্ত্রী সুলতানা, ছালেহনগর এলাকার শফিউদ্দিনের ছেলে ফয়সাল ও চৌরাপারা এলাকার মৃত জুলহাস বেপারীর ছেলে আলম। এ ব্যাপারে বন্দর থানায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

জানাগেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ পৃথক পৃথক স্থানে মাদক অভিযান চালায়। অভিযানে কামতাল পুলিশ ফাঁড়ীর এএসআই মোকলেছ মিয়ার নেতৃত্বে পিচকামতাল কানার দোকানের সামনে থেকে নারী মাদক বিক্রেতা রোকেয়া ও সুলতানার কাছ থেকে ১’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।

এ ছাড়াও একইদিন বন্দর থানার এএসআই শহিদুজ্জামান একই রাতে ছালেহানগর এলাকার মাদক ব্যবসায়ী ফয়সালকে ১৫পিছ ইয়াবা ও চৌরাপাড়া এলাকা থেকে এসআই মাহফুজ রানা মাদক ব্যবসায়ী আলমগীরকে ২৫পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। আসামিদের ৩মে শুক্রবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

অন্যদিকে ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫শ গ্রাম গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২ মে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মাসদাইর এলাকা থেকে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক বিক্রেতারা হলো- ফতুল্লার মাসদাইর এলাকার ফজলুল হকের ছেলে নাসির উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা সিরাজদিখান এলাকার গোলাম হোসেনের ছেলে মামুন।

এ ছাড়াও নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫শ গ্রাম গাঁজাসহ হেনা বেগমকে গ্রেপ্তার করেছে। হেনা বেগম ফতুল্লার দাপা ইদ্রাকপুর শাহজাহান রি-রোলিং মিলস এলাকার মো. জাহাঙ্গির মিয়ার স্ত্রী। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।