সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা। ৪ মে শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাগণ ফুল দিয়ে এই শুভেচ্ছা জানান। ওই সময় জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা ছাড়াও অন্যান্য থানা পুলিশের শীর্ষ কর্মকর্তাও ফুল দিয়ে এসপি হারুন অর রশীদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জানাগেছে, ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ জেলা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম(বার)।
গত ৩ মে শুক্রবার সকাল ১০টায় ঢাকার আইডিইবি ভবনের কাউন্সিল হলে বৃহত্তর ময়মনসিংহ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০১৯ ও নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সভা শেষে নির্বাচনে সমিতির ২ বছর মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়। যেখানে সভাপতি আবুল কালাম আজাদ ও সেক্রেটারি এসপি হারুন অর রশীদকে নির্বাচিত করা হয়।
সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে বৃহত্তর ময়মনসিংহ (জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ) জেলার সমিতির সদস্যদের সমর্থনে সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি মূখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ এবং সেক্রেটারী হিসেবে নির্বাচিত হন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।
এখানে উল্লেখ্যযে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ নারায়ণগঞ্জে যোগদানের পর এখানে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ভূমিদস্যূ জুয়ারী চাঁদাবাজদের আংতকে পরিনত হয়েছেন। ইতিমধ্যে কয়েক’শ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছেন। অনেক প্রভাবশালীদের বিরুদ্ধে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ ওঠলেই অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন এসপি হারুন অর রশীদ। এখন পর্যন্ত তিনি নারায়ণগঞ্জবাসীর আস্থা অর্জনে সমর্থ হয়েছেন। জেলার আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান হিসেবে তার আইনগত কর্মকান্ডে নারায়ণগঞ্জের মানুষ সন্তোষ প্রকাশ করে আসছেন।