দ্বিতীয় বর্ষে পদার্পনে অনলাইন নিউজ পোর্টাল ‘জাগো নারায়ণগঞ্জ’

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সফলভাবে একটি বছর নারায়ণগঞ্জের পাঠকদের চাহিদা পূরণে কাজ করেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘জাগো নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’। দ্বিতীয় বর্ষে পদার্পনে এই অনলাইন গণমাধ্যমটি। বিশাল আকৃতির এক কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘জাগো নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর টুয়েন্টিফোর কম’ এর ২য় বর্ষ পদার্পন অনুষ্ঠান। ৪ মে শনিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অনলাইনটির সম্পাদক মো. শহীদুল্লাহ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনলাইনটির প্রধান নির্বাহী মো. রফিকুল্লাহ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার। বৈরী আবহাওয়া ও ব্যক্তিগত কাজ থাকায় তিনি উপস্থিত না হলেও অনলাইনটির জন্য শুভ কামনা জানিয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বক্তাবলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী মাহমুদ, গোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর হোসেন সওদাগর, ফতুল্লা থানা যুবলীগের সহ-সভাপতি বরকতউল্লাহ, অনলাইন নিউজ পোর্টাল ‘সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’ এর সম্পাদক মাজহারুল ইসলাম রোকন, অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা সংবাদ’ এর সম্পাদক মো. শাহাদাত হোসেন ভূঁইয়া, ‘জাগো নারায়ণগঞ্জ’ বার্তা সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাংবাদিক উজ্জল হোসাইন, মিলন বিশ্বাস হৃদয়, মো.সুলতান মিয়া, গাফ্ফার হোসেন লিটন, মনিকা আক্তার, রাজু আহমেদ, জুম্মন সোহেল, সোনালী আক্তার, আনিসুর রহমান আলমগীর, নাদিম আহমেদ ফিদা, রাকিব আহমেদ শিশির, রুবাইয়াত, মুনতাকা ইকরা স্নেহা, আফিয়া তাবাসসুম জারিন, আহনাফ নাফি ধ্রুব সহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকবৃন্দ।

২য় বর্ষে পদার্পন অনুষ্ঠানে অনলাইনটির সম্পাদক মো.শহীদুল্লাহ রাসেল বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে চলছে। যেখানেই অন্যায় অবিচারের মত কাহিনী ঘটছে সেখানে জাগো নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম হাজির হচ্ছে পাঠকের মাঝে সত্য সংবাদ পরিবেশনে।

তিনি আরও বলেন, বিগত ১ বছরে আমরা পাঠকের মাঝে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ব্যাপক সাড়া পেয়েছি। ভবিষ্যতেও ‘নিরপেক্ষতায় অবিচল’ শ্লোগানে পাঠকের অন্তরেই থাকতে চাই। সেজন্য সকলের সহযোগীতাই আমাদের কাম্য।