সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নাারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে প্রেমিকাকে ছাদ থেকে ফেলে হত্যা চেষ্টার অভিযোগে প্রেমিক ফারুক ও তার বন্ধু শাহিনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ১ মে বুধবার উপজেলায় মোগরাপাড়া ইউনিয়নের বিশেষখানা এলাকায় সুমি নামের এক কিশোরীকে ছাদ থেকে ফেলে হত্যা চেষ্টা চালায় প্রেমিক ফারুক ও তার বন্ধু শাহিন। এ ঘটনায় ৩ মে শুক্রবার রাতে প্রেমিকা সুমীর ভাই মামুন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ্য করেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামে জসিমউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া বরিশাল জেলার মৃত আবদুল্লাহর মেয়ে কিশোরী সুমি। একই ইউপির দমদমা গ্রামের ভাড়াটিয়া কুমিল্লার জেলার হোমনা থানার রবিনের ছেলে অটোচালক ফারুকের সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এ ঘটনায় গত ১ মে বুধবার সন্ধ্যায় ৭টার দিকে ফারুক ও তার বন্ধু শাহীনের মাধ্যমে তার বোন সুমিকে বিশেষখানা এলাকার প্রফেসর কোয়ার্টারের ছাদে ডেকে নিয়ে যায়।
ওই সময় ফারুক মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় সুমি বাধা দেওয়ায় প্রেমিক ফারুক সুমিকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় শুক্রবার রাতে বাদি হয়ে ২জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।