সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জে যারা দুষ্কৃতকারী সন্ত্রাসী তারাই পুলিশকে ভয় পাবে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। এসপি হারুন অর রশীদ বলেছেন, নারায়ণগঞ্জে আগামী দিনে যে সকল ভূমিদস্যূ রয়েছে, চাঁদাবাজ রয়েছে, সন্ত্রাসী রয়েছে, তাদের বিরুদ্ধে মটিভেশন নিয়ে পুলিশ কাজ করছে। তাতে জনগণ আমাদের সাধুবাদ জানাচ্ছেন। তাদের কাছে আমরা এগিয়ে যাবো। পাশাপাশি যারা দুষ্কৃতকারী সন্ত্রাসী তারা আমাদের ভয় পাবে এবং সেই চেতনা দৃঢ়তা আমাদের মাঝে রাখতে হবে।
৫ মে রবিবার সন্ধায় ঢাকা রেঞ্জ আন্তঃজেলা কাবাডি টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলার পুরস্কার বিরতণী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, আজকে নারায়ণগঞ্জে আমাদের পুলিশের মধ্যে একটি তৎপরতা লক্ষ্য করছেন। নারায়ণগঞ্জের পুলিশ আজকে একটি মেটিভেশন নিয়ে কাজ করছেন। আমরা খেলাধুলা করেছি, গান বাজনা করেছি, আমাদের মাঝে কাজের মটিভেশন এসছে। এই মটিভেশন হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে ব্লক রেইড করে এসছি। ডিআইজি স্যারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে ব্লক রেইড দিয়ে মাদক ব্যবসায়ীদের ধরছি। প্রতিনিয়ত কাজটি করছি। আজকে (রবিবার) রূপগঞ্জে ১২ জন মাদক ব্যবসায়ী ধরেছি।
পুলিশ সুপার সাংবাদিকদের সহযোগীতা পাচ্ছেন বলে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, নারায়ণগঞ্জের সাংবাদিকবৃন্দ তাদের লেখনীর মাধ্যমে উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছেন। নারায়ণগঞ্জে আগামী দিনে যে সকল ভূমিদস্যূ রয়েছে, চাঁদাবাজ রয়েছে, সন্ত্রাসী রয়েছে, তাদের বিরুদ্ধে মটিভেশন নিয়ে পুলিশ কাজ করছে। তাতে জনগণ আমাদের সাধুবাদ জানাচ্ছেন। তাদের কাছে আমরা এগিয়ে যাবো। পাশাপাশি যারা দুস্কৃতকারী সন্ত্রাসী তারা আমাদের ভয় পাবে এবং সেই চেতনা দৃঢ়তা আমাদের মাঝে রাখতে হবে।
পুলিশ সুপার হারুন বলেন, আমাদের ডিআইজি স্যার বলেছেন স্যারের উদ্দেশ্য একটাই যে, নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপথ থেকে রক্ষা করা। নারায়ণগঞ্জকে মাদকের জনপথ থেকে রক্ষা করা। আমরা সেই কাজটিই করছি এবং সেখানে যেনো কোন পুলিশের বাহিনীর কেউ দ্বিমত বা বেঈমানী না করে সে কারনেই আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। নারায়ণগঞ্জে দুই হাজার পুলিশ কাজ করছেন। আমরা সকল পুলিশ যদি এক সাথে কাজ করি এবং নারায়ণগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের সাংবাদিকবৃন্দ, বিশিষ্টজনেরা যেভাবে আমাদের সহযোগীতা করছেন তাতে মনে হচ্ছে নারায়ণগঞ্জের মানুষকে শান্তি দেয়া সহজ কাজ।
পুলিশ সুপার আরও বলেন, আজকে সারা দেশে কাবাডি খেলা ভুলে গিয়েছিল। সেটাকে আমরা পুলিশ বাহিনী বিভিন্নভাবে খেলাটির আয়োজন করছি। নারায়ণগঞ্জ জেলায় আমাদের এই টুর্নামেন্টের দায়িত্ব দিয়েছেন ডিআইজি স্যার। এজন্য আমরা গর্বিত। খেলাটি স্যারের। স্যারকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, আজকে নারায়ণগঞ্জের পুলিশের মাঝে বিভিন্ন খেলার আয়োজন করেছি। যেমন-ভলিবল, ফুটবল, বিভিনন্ন টুর্নামেন্টের আয়োজন করছি। অর্থাৎ একদিকে নারায়ণগঞ্জের পুলিশ যেভাবে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে কাজ করছেন। আমরা অভিযোগ পাই কোন কোন পুলিশ সদস্যও মাদকে জড়িয়ে যাচ্ছে। আমরা মনে করি পুলিশের কাজের ফাকে ফাকে আমরা বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করি তাহলে পুলিশের কাজ আরও এগিয়ে যাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ হেডকায়ার্টারের অতিরিক্ত ডিআইজি গাজী মোজ্জামেল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পুুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম, সুবাস চন্দ্র সাহা, ইমরান মেহেদী সিদ্দিকী, জেলা ডিবি পুলিশের ইনচার্জ এনামুল হক, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শাহিন আহমেদ পারভেজ, বন্দর থানা পুুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, জেলা পুলিশের ডিআইও-১ মমিনুল ইসলাম, ডিআইও-২ সাজ্জাম রুমন প্রমূখ।
এর আগে কাবাডি খেলায় নরসিংদী জেলা পুলিশকে হারিয়ে বিজয়ী হয় নারায়ণগঞ্জ জেলা পুুলিশের দল। পুুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।