সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
ভারতীয় উপমহাদেশের একটি রাজ্য তামিল। সেই তামিলের রাজ্যের সিনেমা ‘সিংহাম’। ২০০৯ সালে সিনেমাটির মুক্তি। ব্যবসা সফল এই সিনেমাটি ভারতের বেশকটি ভার্সনেও মুক্তি পায়। এই ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেছেন তামিল হিরো সুুরিয়া শিবকুমার। পরবর্তীতে ওই সিনেমাটি হিন্দি ভার্সনে ‘সিংহাম’ নামেই আরেকটি সিনেমা নির্মিত হয়। যেখানে অভিনয় করেছেন ভারতের জনপ্রিয় নায়ক অজয় দেবগন।
ছবিটির মুল বিষয়বস্তু ছিল একজন পুলিশ অফিসার যিনি এসিপি পদে দায়িত্ব পালন করেন। অর্থাৎ অতিরিক্ত পুলিশ কমিশনার। পুলিশ স্টেশনে যোগদান করেই মাদকের ব্যবসায়ে, চোরাকারবারিতে, সন্ত্রাসীদের নানা অপরাধমূলক স্পটে হানা দেন তামিল হিরো সুরিয়া শিবকুমার। সিনেমাতে যার নামকরণ করা হয় সিংহাম। আর সেই সিংহাম নামেই সিনেমাটির নামকরণ। আসামিদের ধরে ধরে থানা হাজতে ভরে দেয় সিংহাম। অনেক প্রভাবশালীরা তাকে প্রথমে ঘুষ দেয়ার চেষ্টা করে। তাতেও ব্যর্থ হয়ে দেয় হুমকি ধমকি। তারপর বদলি করে দেয়ারও হুমকি দেয়া হয় নায়ক সিংহামকে। কিন্তু থেমে থাকেনি পুুলিশ অফিসার সিংহাম। পরিশেষে নায়ক সিংহামের হাতেই গ্রেপ্তার হন সিনেমাটির প্রধান ভিলেন। তবে সেই সিনেমার মতই সিনেমার শেষ দৃশ্যে প্রধান ভিলেনের মত নারায়ণগঞ্জের কোন ভিলেন গ্রেপ্তার হয়ে যায় কিনা তা এখন দেখার বিষয়!
এই দুটি সিনেমা বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই সিংহাম সিনেমার সঙ্গে এবার নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদকে তুলনা করে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রের চাষাঢ়ার একটি মার্কেটে ব্যানার সাটানো হয়েছে। তবে ব্যানারটি কে বা কারা সাটিয়েছেন সেটা না জানা গেলেও ব্যানারটিতে লেখা ছিল ‘নারায়ণগঞ্জবাসী’। এই ব্যানারটিতে ‘বাংলার সিংহাম’ হিসেবে এসপি হারুন অর রশীদকে দাবি করা হয়। সেই সঙ্গে এসপি হারুন অর রশীদের দীর্ঘায়ু কামনাও করা হয়।
নারায়ণগঞ্জে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে যোগদান করেন পুুলিশ সুপার হারুন অর রশীদ। নির্বাচনের আগে ঠিকঠাক মতই নীরবেই চলছিল নারায়ণগঞ্জের অপরাধীরা। কিন্তু নির্বাচনের পরেই সন্ত্রাসী, মাদক বিক্রেতা, ভূমিদস্যূ, চাঁদাবাজদের ধরতে শুরু করেন পুলিশ সুপার। নিয়মিত মাদক বিক্রেতাদের ধরছেন তিনি। কারো বিরুদ্ধে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ডের সুনির্দিষ্ট অভিযোগ এবং সেই অভিযোগে মামলা হওয়ার পর দ্রুত আসামিদের গ্রেপ্তার করছেন এসপি হারুন। কারো কোন তদবিরের দিকে না তাকিয়ে আসামিদের দ্রুত আদালতে চালান করে দিচ্ছেন তিনি। অনেক প্রভাবশালীরা অনেক বিতর্কিত আসামিদের পক্ষে তদবির নিয়ে গেলেও এক বাক্যে নাকচ করে দিচ্ছেন। যে কারনে নারায়ণগঞ্জের মানুষ এসপি হারুনের প্রতি সন্তোষ প্রকাশ করছেন। মোটামুটিভাবে নারায়ণগঞ্জের মানুষের মাঝে তিনি অনেক আগেই হিরো হিসেবে আভির্ভৃত হয়েছেন। এবার তাকে ‘বাংলার সিংহাম’ হিসেবে দাবি করে ব্যানার সাটানো হয়েছে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়ায়।
৫ মে রবিবার নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা সুইটমিট বেকারী দোকানের উপরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের ছবি দিয়ে ব্যানার সাটানো হয়েছে। ব্যানারটিতে লেখা হয় ‘বাংলার সিংহাম। সিংহ পুরুষ এসপি হারুন অর রশীদ দীর্ঘজীবী হোন।’ ব্যানারের প্রচারনায় লেখা ‘নারায়ণগঞ্জবাসী।’
এদিকে ৫মে রবিবার সন্ধায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাঠে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা কাবাডি টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলার পুরস্কার বিরতণী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, নারায়ণগঞ্জে আগামী দিনে যে সকল ভূমিদস্যূ রয়েছে, চাঁদাবাজ রয়েছে, সন্ত্রাসী রয়েছে, তাদের বিরুদ্ধে মটিভেশন নিয়ে পুলিশ কাজ করছে। তাতে জনগণ আমাদের সাধুবাদ জানাচ্ছেন। তাদের কাছে আমরা এগিয়ে যাবো। পাশাপাশি যারা দুষ্কৃতকারী সন্ত্রাসী তারা আমাদের ভয় পাবে এবং সেই চেতনা দৃঢ়তা আমাদের মাঝে রাখতে হবে।’
এর আগে গত ৩ এপ্রিল এসপি তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমরা কোন অপরাধীকে ছাড় দিব না, সে যত বড় ক্ষমতাশালী লোক হোক।’ গত ৯ এপ্রিল তার কার্যালয়ে হিন্দু নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসপি বলেছিলেন, আমরা যখন কোন তেল চোর, ভূমিদস্যূ, সন্ত্রাসী, চাঁদাবাজ, জুয়ারীকে গ্রেপ্তার করব, তখন সেই লোকটি যদি কারো হয়ে যায়, তাহলে কোন সমস্যা নাই, অ্যাস পার ল, আমরা আদালতে পাঠাবো, আপনারা জামিন করিয়ে নিবেন। আইন সবার জন্য সমান।’