সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অন্ত্রসহ এই ৬ ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়।
জানাগেছে, ৫ রবিবার রাতে তাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনের একটি ঝোপ থেকে ডাকাতির প্রস্তুতির সময় ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি চাপাতি, ২ ছোড়া ও দুইটি ৩ ফুট লম্বা এসএস পাইপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডাকাত দলের সদস্যরা হলো-সোনারগাঁও উপজেলার দড়িকান্দি গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে মোঃ রাব্বানী হোসেন মুন্না, মোগরাপাড়া ইউনিয়নের কোম্পানীগঞ্জ গ্রামের কামরুল ইসলাম বাবুর ছেলে মোঃ কাজল, একই গ্রামের ইকবাল হোসেনের ছেলে মোঃ দিপু হোসেন, সাদিপুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের আব্দুর জব্বার মিয়ার ছেলে নুরনব্বী, কাজী পাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে মোঃ রবিন ও পৌরসভা ইছাপাড়া গ্রামের ধনু মিয়ার ছেলে শাওন।
সোনারগাঁ থানা পুলিশের এসআই আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের একটি ঝোপ থেকে মহাসড়কের ডাকাতির প্রস্তুতি কালে ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি চাপাতি, ২টি ছোড়া ও ২টি ৩ ফুট লম্বা এসএস পাইপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।