সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
৮ মে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বড় চমক দেখিয়ে চেয়ারম্যান পদে মাকসুদ হোসেন ও ভাইস চেয়ারম্যান পদে আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন। তবে নারী ভাইস চেয়ারম্যান পদে পূণরায় নির্বাচিত হয়েছেন পরিষদের বর্তমান নারী ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা।
৯ মে বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বিজয়ীদের মাঝে তার ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক জানান, ৫৪ টি কেন্দ্রে ভোট গণনা শেষে চেয়ারম্যান পদে মাকসুদ হোসেন সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ২৯ হাজার ৮৭৪টি ভোট। তার প্রতিদ্বন্দ্বি আতাউর রহমান মুকুল পেয়েছেন ১৫ হাজার ৬৫৩ টি ভোট। এদিকে শহরের প্রভাবশালী পরিবারের সমর্থনপুষ্ট প্রার্থীদের এমএ রশিদ ১২ হাজার ৬০৮টি ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে মাইক প্রতীকের মো. আলমগীর ১৭ হাজার ৬০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু উড়োজাহাজ প্রতীকে হাজার ১ ভোট পেযে পরাজিত হয়েছেন। পরাজিত দুই প্রার্থী তালা প্রতীকে মোশাইদ রহমান ৮ হাজার ৪০৬ ভোট ও টিউবওয়েল প্রতীকে শাহিদুল ইসলাম জুয়েল ১৩ হাজার ৪২৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নারী ভাইস চেয়ারম্যান পদে পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা ফুটবল প্রতীকে ২৯ হাজার ৪৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্ধি পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদা আক্তার কলস প্রতীকে ২৬ হাজার ২৮৪ ভোট পেয়ে পররাজিত হয়েছেন।