সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রব হত্যা মামলার আসামী প্রায় এক বছর হাজতবাস করে এসে বাদী আম্বর আলীকে হত্যার হুমকী দিয়ে বেড়াচ্ছে আসামী শাহাজালাল। এ ঘটনা উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীরচর এলাকার। আসামীর হুমকীতে মামলার বাদী এখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। নিহত আঃ রবের পিতা আঃ জব্বর এ ব্যাপারে বৃহষ্পতিবার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, ২০১৪ সালো ৮ ডিসেম্বর পূর্ব শত্রুতার জের ধরে পূর্বকান্দি গ্রামের আঃ জব্বরের ছেলে আঃ রব মিয়া (৩৫) কে কুপিয়ে ও গুলি করে হত্যা করে কদমীরচর গ্রামের শহিদ মিয়ার ছেলে শাহাজালাল এবং তার দল বল। ওই সময় তারা আক্রান্তদের ১০/১৫ টি বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় নিহত রব মিয়ার চাচা আম্বর আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আড়াইহাজার থানার মামলা নং- ৫ (১২) ১৪।
ঘটনার পর প্রায় ৯ বছর পলাতক থাকার পর গত ২০২৩ সালের ১৯জুন শাহাজালালকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ। প্রায় ১ বছর জেল হাজতে থাকার পর ১৬ মে সে জামিন পেয়ে ১৭ মে সকাল ১১টায় বাড়ীতে আসার পর তাকে ফুল দিয়ে বরণ করে তার বড় ভাই সাত্তার সহ তার সন্ত্রাসী দলের লোকজন এবং তাকে সাথে নিয়ে পুরো এলাকায় শোডাউন করে। শোডাউন কালেই সে দল বল নিয়ে মামলার বাদী সহ স্বাক্ষীদেরকে নাম ধরে হত্যার হুমকী দেয়। অভিযোগের বাদী অভিযোগে উল্লেখ করেন, শাহাজালাল ও তার লোকজন এই বলে হুমকী দিচ্ছে যে, একটি খুনের জন্য ফাঁসি হলে একাধিক খূনের জন্য ও ফাঁসিই হবে। তাই তারা মামলার বাদীসহ স্বক্ষীদেরকে হত্যার হুমকী দিয়ে বেড়াচ্ছে। এই জন্য অন্যান্য স্বাক্ষীরা মালার স্বাক্ষী দিতে ভয় পাচ্ছে।