সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আলোচিত ইউপি চেয়ারম্যান ও করোনাকালীন যোদ্ধা ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সোনারগাঁয়ের বর্তমান রাজনীতির বিষয়ে বলেছেন, আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি। যারা জনগণের ভোটে জনপ্রতিনিধি, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি নেই। আগামীতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সোনারগাঁ গড়তে কাঁধে কাধ মিলিয়ে কাজ করবো। অচিরেই ৫ বছরের মধ্যে সোনারগাঁ সুন্দর ও শান্তির নগরীতে উপাধি পাবে।
তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
গত ১২ জুন বুধবার সকালে সোনারগা৭ও উপজেলা পরিষদ মাঠে উপজেলার ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাহফুজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রুবিয়া সুলতানা, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মহসিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমূখ।