ভাংচুর লুটপাট ঠেকাতে সতর্ক অবস্থানে বন্দর উপজেলা যুবদল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যান। ওইদিন রাত থেকে দূবৃত্তরা দেশের বিভিন্ন স্থানে বাড়িঘর ভাংচুর লুটপাটের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় যাতে এ ধরণের ঘটনা না ঢ়ঘটে সেজন্য নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী সম্রাট হাসান সুজন।

স্থানীয়রা জানান, বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় সুবিধাভোগী সুযোগসন্ধানীরা লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে। বন্দর উপজেলার বিভিন্ন এলাকায সর্তক পাহাড়া বসিয়েছে বিএনপি ও এর নেতাকর্মীরা। তাদের মধ্যে উপজেলা যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন মন্দিরে রাতভর পাহাড়া দিয়েছেন। সম্রাট হাসান সুজনের নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন মন্দিরের সামনে অবস্থান নেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও মহানগর যুবদলের নির্দেশনায় যুবদল নেতা সম্রাট হাসান সুজন বন্দর উপজেলা যুবদলের নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিভিন্ন মন্দিরের সামনে পাহাড়ার ব্যবস্থা করেছেন। একই সঙ্গে যাতে কারো বাাড়িতে হামলা ভাংচুরের ঘটনা না ঘটে সেজন্য তিনি নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থানে আছেন।