সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কোনো প্রকার ভাঙচুর-লুটপাট-বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।
১০ আগস্ট শনিবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার চাঁন টেক্সটাইল এলাকায় দেশের শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরো বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। দেশের শান্তি-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
শিক্ষার্থীদের মাধ্যমের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এ জাতি শিক্ষার্থীদের কাছে কৃতজ্ঞ। বিএনপি নেতাকর্মীরা শুরু থেকেই সংখ্যালঘুদের মন্দির, থানা, সাবরেজিস্ট্রি অফিস সরকারি অফিসগুলো পাহারা দিয়ে আসছেন। তার পরও নেতাকর্মীরা কোনো প্রকার বিশৃঙ্খলা ও লুটপাট করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
’
কাঞ্চন পৌর বিএনপির সাবেক সদস্যসচিব হামিদুল হক খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা মোশারফ হোসেন, অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, তারিকুল ইসলাম বিপুল, আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, হালিম, কাউন্সিলর মহিবুর রহমান, আব্দুল মান্নান পারভেজ, আলো, সাদ্দাম, শিপলু জাহান শান্ত, সালাউদ্দিন লাভলু, ফাইজুর রহমান বাবুল, সানাউল্লাহ মান্নান সানী, পারভেজ প্রমুখ।