শামীম ওসমান তার ছেলে ভাতিজার কঠোর শাস্তি চাইলেন মামুন মাহামুদ

সান নারায়ণগঞ্জ েটুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ভাতিজা, ছেলের কঠোর শাস্তির দাবি করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন বলেছেন, শামীম ওসমান তার ছেলে ও ভাতিজাকে নিয়ে অস্ত্র হাতে নিরস্ত্র ছাত্রদের গুলি করেছে। এদের ছাড়া যাবে না। আমরা আইন হাতে তুলে নেব না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। নারায়ণগঞ্জে এত দাম্ভিকতা করেছিল যে, আজকে তারা কোথায়? পালিয়েছে, বোরখা পরে পালিয়েছে। সে কাপুরুষ, আমি সবসময় বলতাম এই কাপুরুষকে ভয় পাবেন না। যতদিন এদের শায়েস্তা করতে না পারি আমি আছি।

১৬ আগস্ট শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত ছাত্র সমাবেশে একথা বলেন মামুন মাহামুদ। আওয়ামী লীগের দুর্নীতি লুটপাট নৈরাজ্য গুম খুন এবং ছাত্র জনতাকে নির্বিচারে গণহত্যার বিচার এবং পলাতক শেখ হাসিনার ফাঁসির দাবিতে এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।

মামুন মাহামুদ বলেন, আমরা খুনি হাসিনাকে বারবার বলেছি জনগণের অধিকার ফিরিয়ে দিন। না হলে পালানোর সময় পাবেন না। আমাদের কথাই সঠিক হয়েছে। তিনি আরো বলেন খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। আমাদের অনেক লোককে খুন করেছে। তার পরও আমরা আওয়ামী লীগের একজন লোককেও মারি নাই। আমরা দেখিয়ে দিয়েছি আমরাই জনগনের বন্ধু, তাই বিএনপির কাছেই দেশ নিরাপদ।

তিনি বলেন, এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা উপলব্ধি করতে পেরেছিলেন বিএনপিকে এই আন্দোলনে পাশে থাকতে হবে। তার নির্দেশে আমরা এ আন্দোলনে মাঠে নেমেছি সমর্থন দিয়েছি। আমাদের কত নেতাকর্মীরা মারা গেছে, তবুও আমরা স্বৈরশাসকের রক্তচক্ষুকে ভয় পাইনি। আন্দোলনের শেষ মুহুর্ত পর্যন্ত আমরা মাঠে ছিলাম। আর লুটপাট যারা করেছে এটা স্বৈরাচারের লোকজনেরাই করেছে। স্বৈরাচারকে তাদের দলের নেতারা বানিয়েছে। আমরা সবাইকে চিনি। এখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার। এদের বিরুদ্ধে এ সরকারকে সজাগ দৃষ্টি দিতে হবে। আমরা তাদের সমর্থন করবো, আঠারো কোটি মানুষ তাদেরকে সমর্থন করবে।

নারায়ণগঞ্জে বিএনপি অত্যন্ত শক্তিশালী সংগঠন উল্লেখ করে তিনি বলেন, এ আন্দোলনে নারায়ণগঞ্জের মত কঠিন আন্দোলন দেশের কোথাও হয়নি। নারায়ণগঞ্জে আমাদের দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ছাত্র জনতা যেভাবে রুখে দাঁড়িয়েছে তা ইতিহাস হয়ে থাকবে।