ডেস্ক রিপোর্ট, সান নারায়ণগঞ্জ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচঁপুরে গুলিবিদ্ধ হয়ে পরিবহন শ্রমিক জনি মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৮৭ জনের নাম উল্লেখসহ ৩০৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার সোনারগাঁ থানায় নিহত জনির বাবা ইয়াসিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, ড. হাসান মাহমুদ, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল ওমর, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, আওয়ামীলগি নেতা গাজী মজিবুর রহমান, ফজলে রাব্বী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল সহ সহ ১৮৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়।