সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ মহানগরীর প্রাণকেন্দ্র চাষাড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক পুণ:স্থাপনের মাধ্যমে নতুন বিলবোর্ড সাাটিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
২৮ আগস্ট বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে শহীদ জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের মাধ্যমে নতুন বিলবোর্ড সাটিয়ে দেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সদর থানা বিএনপির ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, মহানগরীর ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতরি আপ্যায়ণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাত, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন শেখ, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত হয়ে পড়ে জিয়া হল। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদের পরপর ২০২৪ সালের ৪ এপ্রিল কে বা কারা রাতের আঁধারে শহীদ জিয়ার ম্যুরাল ভেঙে ফেলে। পরের দিন সকালে বিএনপি নেতা-কর্মীরা এ ঘটনার জন্য স্থানীয় সাবেক পলাতক এমপি একেএম শামীম ওসমান ও স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাদের দায়ী করেন।