‘স্বাধীনতার অর্জনকে আ’লীগ ব্যক্তিগত, পারিবারিক অর্জন হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে’

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, রূপগঞ্জের রূপ ফেরাতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। পাশাপাশি সব দলের অংশগ্রহণে বর্তমান সরকারকে সহযোগিতা করবো। এতে আমরা আমাদের বিবেককে কাজে লাগিয়ে দেশের মানুষ ও দেশের ভুখন্ডের উন্নয়নে কাজ করবো।

তিনি বলেন, স্বাধীনতার অর্জনকে আওয়ামীলীগ ব্যক্তিগত, পারিবারিক ও দলীয় অর্জন হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। আমরা একা যেমন স্বাধীন করিনি, আওয়ামীলীগও একা দেষশ স্বাধীন করেনি, এটা তারা ভুলে যেতো।

রূপগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতাকর্মীদের সাথে নবাগত রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপে্‌টম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় কাজী মনির এসব কথা বলেছেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, রূপগঞ্জটা দেশের গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে ৬ শতাধিক শিল্প কারখানা রয়েছে। এদের মধ্যে মেগা শিল্প কারখানা রয়েছে ২শতাধিক। ফলে এসব শিল্প কারখানা সচল রাখতে সব ধরনের দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। কোথাও অনিয়ম সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি পেলে সাথে সাথে জেল দেব। কাঞ্চন ব্রিজের টোল আদায় অবৈধ হয়ে থাকলে আজই বন্ধ করে দেব।

এ সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সাবেক যুবদল কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি আনোয়ার ছাদাত সায়েম, আশরাফুল হক রিপন, জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ’র সুরা সদস্য এ্যাডভোকেট ইস্রাফিল হোসেন, রূপগঞ্জ উপজেলা আমীর সাইফুল ইসলাম সিরাজি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রূপগঞ্জ উপজেলা সভাপতি ইমদাদুল্লাহ হাশেমী। এছাড়াও হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।