সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীর ৮টি পূজামন্ডপে আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহযোগীতা প্রদান করেছেন সংগঠনটির কর্ণধার রোটারিয়ান ও রাজনীতিক দিদার খন্দকার।
৫ অক্টোবর শনিবার বাদ আছর মহানগরীর ১৪নং ওয়ার্ডের দেওভোগস্থ জান্নাত কনভেনশন হলে এ আর্থিক সহযোগীতা প্রদান করেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি প্রজেক্ট চেয়ার রোটারিয়ান ও বিশিষ্ট রাজনৈতিক সমাজ সেবক দিদার খন্দকার।
এ সময়ে উপস্থিত পুজামন্ডপের দায়িত্বে থাকা নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিদার খন্দকার বলেন, আমি সব সময় বিছিন্নভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমৃত পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই। এইবারই সবাইকে এক সাথে নিয়ে বসছি। আগামীতে আরও বড় পরিসরে আপনাদের নিয়ে বসতে চাই। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, যেনো সব সময় এভাবে আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, যে কোনো ধরনের সহযোগীতার প্রয়োজন আমাকে জানাবেন আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি মনে করি ধর্ম যার যার উৎসব সবার। আসন্ন শারদীয় দুর্গোৎসব সবাই মিলে এক সাথে পালন করবেন। কোন সমস্যা হলে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনাদের পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করবো।
নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ড’র সঞ্চালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন- রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি ক্লাব চার্টার্ড প্রেসিডেন্ট কামরুল হাসান, মশিউর রহমান শাকিব, সেক্রেটারী ধনঞ্জুয় গুহ জয়, ভাইস প্রেসিডেন্ট মামুনুর রহমান, সদস্য মির্জা আনিসুর রহমান খুকুন, এডভোকেট মনিকা দেবী, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফি উদ্দিন সোহেল, মিঠু খন্দকার ও রোটারিয়ান দিদার খন্দকারের সহধর্মীনী সাহিনা খন্দকার, রাজনীতিক ও সমাজ কর্মী পপি রানী সরকার, মামুন প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দরা ৮টি পূজা মন্ডপের দায়িত্বে থাকা নেতৃবৃন্দদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।