সাবেক মন্ত্রী গাজীর বেদখল থেকে মাদ্রাসার জমি দখলমুক্ত করলেন তৈমূর

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের একটি মাদ্রাসার জমি জোরপূর্বক দখল করে সেখানে গাজী গ্রুপের দখলে নেয় সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীর। অবশেষে স্থানীয় এলাকাবাসীকে নিয়ে গাজীর কবল থেকে মাদ্রাসার জমি উদ্ধার করেছেন ড. তৈমূর আলম খন্দকার। তিনি ওই মাদ্রাসাটির পরিচালনা কমিটির সভাপতি ও মোতাওয়াল্লী।

স্থানীয়রা জানান, পতিত আওয়ামীলীগ সরকারের দাপটে হাজী মনির উদ্দীন ব্যাপারী কওমি মাদ্রাসার ১৫ শতাংশ জমি জোরপূর্বক দখল করেন নেন নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও সাবেক পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর। অত্র মাদ্রাসায় জমিটি দান করেছিলেন হাজী মনির উদ্দীন বেপারী নিজে। কিন্তু ক্ষমতার দাপটে গাজী মাদ্রাসার সম্পত্তিও ছাড়েনি। জমিটি দখল করে সেখানে গাজী গ্রুপের সাইনবোর্ড সাটিয়ে দেয় গাজী। মাদ্রাসাটি রূপগঞ্জের রূপসী এলাকায় অবস্থিত।

হাসিনার সরকার পতনের পর মন্ত্রী গাজীকে গ্রেপ্তার করা হলে তিনি বর্তমানে একাধিক হত্যা মামলায় কারাগারে রয়েছেন। এদিকে ১২ অক্টোবর শনিবার এলাকাবাসীর সহায়তায় জমিটি গাজীর বেদখল থেকে উদ্ধার করেছেন ড. তৈমূর আলম খন্দকার।