৫ আগস্টের পর হটাত নেতা সাজা ব্যক্তিরা সোনারগাঁয়ে মনোনয়ন পাবেনা: আব্দুর রহমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসন থেকে বিএনপির মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সী।

তিনি এও বলেছেন, যারা ঠিকমত দাঁড়াতে পারেনা, দুজন লাগে ধরাধরি করে হাটাচলা করাতে তারা কখনো দলের মনোনয়ন পাবে না। একই সঙ্গে যারা ৫ আগস্টের পর বিএনপির নেতা সাজতেছেন তারাও মনোনয়ন পাবেন না। মনোনয়ন পাবেন আমাদের নেতা, বিগত ১৭বছর আমাদের অভিভাভক হিসেবে যিনি ছিলেন সেই আজহারুল ইসলাম মান্নান।

২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে সোনারগাঁও উপজেলা আওতাধীন বারদী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন আব্দুর রহমান মুন্সী।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলী আজগর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, বারদী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আমজাদ হোসেন, ছাত্তার মেম্বার, করিম মেম্বার, ডাক্তার রফিক, নাছির মেম্বার।

এতে সভাপতিত্ব করেন বারদী ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হালিম সঞ্চালনায় ছিলেন রোকনুজ্জামান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বারদী ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল। এতে বারদী ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং ২ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।