চাঁদাবাজি ও দখলবাজির অভিযুক্ত কাজী সোহাগের সংবাদ সম্মেলন

সান নারায়ণগঞ্বজ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরের ১নং খেয়াঘাট সংলগ্ন সিএনজি ও অটোস্ট্যান্ডে চাঁদাবাজী নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বন্দর থানা যবদল নেতা কাজী সোহাগ। ৩০ অক্টোবর বেলা ১২টায় বন্দর প্রেসক্লাবের হলরুমে ঘরোয়া পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাজী সোহাগ বলেন, এতোদিন আওয়ামী সন্ত্রাসী খান মাসুদ এই স্ট্যান্ড লুটেপুটে খেয়েছে, শ্রমিকদের জিম্মি করে চলেছিল এখন তাদের দোসররাই আবার এই স্ট্যান্ড দখলে নিতে চাইছে।

তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণেই তারা আমার বিরুদ্ধে নানা অভিযোগ সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিয়ে বেড়াচ্ছে। একটু আগেও বন্দর থানার ওসি সাহেবের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছে আমি নাকি শত শত গুন্ডা বাহিনী নিয়ে বন্দর ঘাটে হামলা চালাচ্ছি অথচ দেখেন আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আপনাদের প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছি। খান মাসুদের দোসররা এভাবেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে হয়রানির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

আমি আপনাদের কাছে এর সুষ্ঠ বিচার চাই। আমি সোহাগ কোন বাহিনী নিয়ে চলি না আমার শ্রমিক ভাইয়েরা আছে তাদের সুখে-দুঃখে পাশে থাকতে পারলেই আমার স্বার্থক। পরিশেষে তিনি সাংবাদিকদেরকে প্রকৃত এবং সত্য ঘটনা তুলে ধরার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।