স্বৈরাচারের দোসরেরাও ১৫ বছর পর সোনারগাঁয়ে মিটিং করছে: মোশারফ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সাবেক সভাপতি সংস্কারপন্থী নেতা রেজাউল করিমকে ইঙ্গিত করে সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেছেন, পতিত স্বৈরাচারের দোসেররাও সোনারগাঁয়ে ১৫ বছর পর নিরাপদে মিটিং করছে। পুলিশ নাই, বাধা নাই, হামলা মামলা নাই। আমরা রাজপথে আন্দোলন করেছি, হামলা মামলায় জেল খেটেছি, তারা এসির বাতাস লাগিয়ে ঘরে ঘুমিয়েছিল। এখন তারা বিএনপির বড় নেতা সাজতে চাচ্ছেন। আজকে সোনারগাঁয়ে তিনটি স্থানে সভা সমাবেশ হচ্ছে। গত ১৭ বছর আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বের নেতাকর্মী ছাড়া কাউকে মিটিং সমাবেশ করতে দেখা যায়নি।

১ নভেম্বর শুক্রবার বিকেলে সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের আয়োজনে ‘সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক কর্মীসভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল নেতা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম সজীব।

সভায় সজীব বলেন, ১৭টি বছর সোনারগাঁয়ে যুবদল ছাত্রদল আন্দোলন করতে গিয়ে ত্যাগ স্বীকার করেছেন। সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রামে মান্নান সাহেব সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি তাইজুল ইসলাম সরকার, সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির রফিক, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, বৈদ্যেরবাজর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, কাউসার, সোহেল, করিম, আমজাদ, ইমরান ফারুক, আলমাছ, মোহন, রেজাউল খন্দকার, জুয়েল,আতাউর, মুন্না, খোকন সিকদার, ইব্রাহিম, মুছা, আল আমিন, বাবু, বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল নেতা মাহফুজ, খায়রুল, রতন, কাউসার, সোহাগ সহ কয়েক হাজার নেতাকর্মী।