ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ৭ ই নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সৈনিক ও জনতার এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে বিএনপি। সরকার-পরিবর্তনের মধ্য দিয়ে নতুন পরিস্থিতিতে এ বছর আড়ম্বরে দিবসটিকে উদযাপন করেছে বিএনপি।
দিবসটিকে উদ্দেশ্য করে ইতিমধ্যে ঘোষিত হয়েছে ১০ দিনের কর্মসূচিও। সারা দেশে জিয়াউর রহমানের কর্মকাণ্ডের পরিচিতিমূলক প্রচারণাকে প্রাধান্য দিয়ে এই উদযাপন করছে বিএনপি।
আলোচনা সভায় সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এর সঞ্চালনায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি মোমেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাফির উদ্দিন মজনু, মোসলেহউদ্দিন, আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন,৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জাতির ঐক্যের দিন। এই চেতনাকে আবার পুনঃস্থাপিত করতে হবে। বিপ্লব ও সংহতি দিবস খাতাপত্র থেকে মুছলেও মানুষের মন থেকে মুছেনি। ‘৭ নভেম্বর বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের সূচনা। ৭ নভেম্বরকে মনেপ্রাণে ধারণা করতে হবে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে এ দেশের মানুষ ভালোবাসে বলেই সিপাহি-জনতা বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও দেশের কল্যাণ-অগ্রগতির জন্য।’ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের নেতা ছিলেন।
সূত্র: সংগ্রহিত