সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। ১৭ নভেম্বর রবিবার বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন তিনি।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার দাবি, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেপ্তারের দাবিতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এই সমাবেশের আয়োজন করে।
বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তাইজুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।
সমাবেশে অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমের হটাত সক্রিয় হওয়া নিয়ে কঠোর সমালোচনা করেন। বক্তারা বলেন, রেজাউল করিম এখন আওয়ামীলীগের দোসর জাতীয়পার্টির লোকজন নিয়ে মিটিং করছেন। গত ১৭ বছর সংস্কারপন্থী রেজাউল করিমের কোনো খবর ছিল না, এ সময় সোনারগাঁয়ের নেতাকর্মীদের বিপদে আপদে হামলা মামলার সময় নেতাকর্মীদের ছায়া দিয়ে রেখেছেন আজহারুল ইসলাম মান্নান। আমরা আগামীতে সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নানকে এমপি হিসেবে দেখতে চাই।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ মোতালেব কমিশনার, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমী, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সোনারগাঁও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন প্রমূখ।
এ সময় বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে দুপুর থেকে ৯টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ স্থলে অংশগ্রহণ করেন। নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে সমাবেশস্থল।