সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
৩০ নভেম্বর শনিবার দুপুর ৩টায় ফতুল্লা রেলস্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাসস্ট্যান্ড হয়ে পঞ্চবটি এলাকায় শেষ হয়। এরপর সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মুসলিম, থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল আরমান, ফতুল্লা থানা তাতি দলের সভাপতি ইউনুস মাস্টার, শ্রমিক দলের সদস্য সচিব আল আমিন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন, মামুন মিয়া ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ।
বিক্ষোভে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।