নারায়ণগঞ্জ কোর্টপ্রাঙ্গনে বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ কোর্টে আগত বিচারপ্রার্থীদের বসার জন্য ‘ন্যায়কুঞ্জ’ ভবন নির্মাণ করা হয়েছে। কোর্টে আসা বিচারপ্রার্থীরা কোর্টের বারান্দাসহ অলিগলিতে অবস্থান করেন। তাদের বসার জন্য নির্ধারিত স্থান তৈরি করা হয়েছে। কোর্টের গেট সংলগ্ন সরকারি বরাদ্দে এই ভবনটি নির্মাণ করা হয়।

১ ডিসেম্বর রবিবার সকালে ‘ন্যায়কুঞ্জ’ ভবনটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, গভর্মেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট খন্দকার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কোর্টের বিজ্ঞ বিচারকগণ ছাড়াও জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মশিউর রহমান শাহিন, সাবেক আপ্যায়ণ সম্পাদক অ্যাডভোকেট সুমন মিয়া, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম, আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা হেলেন বিথি, সহকারী পিপি অ্যাডভোকেট ওমর ফারুক সহ অন্যান্য আইনজীবীগণ।