আলিফ হত্যাকারীদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ আইন কলেজে প্রতিবাদ সমাবেশ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সম্প্রতি চট্টগ্রাম কোর্টে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি ও প্রতিবাদে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্র-ছাত্রী সংসদ ও শিক্ষকমন্ডলী।

৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরীর মিশনপাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ আইন কলেজ প্রাঙ্গনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ভুঁইয়া, প্রভাষক অ্যাডভোকেট রাসেল প্রধান, প্রভাষক অ্যাডভোকেট আবু রায়হান, শিক্ষার্থী ফারহানা মুনা সহ অন্যান্য শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।