সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানকে কারন দর্শানো নোটিশ করেছে কেন্দ্রীয় যুবদল। নোটিশে শুধুমাত্র উল্লেখ করা হয়েছে, সাগর প্রধান সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে তিনি কি বিষয়ে নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করে আসছেন তার কোনো উল্লেখ করা হয়নি নোটিশে।
নেতাকর্মীরা বলছেন, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের বিরুদ্ধে ৫ আগস্টের পর আদমজী ইপিজেডে গার্মেন্টসের মালবাহী ট্রাক লুটের অভিযোগ ওঠেছিল এবং ঝুট ব্যবসায় নিয়ন্ত্রণ নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা কৃৃষক দলের সভাপতি তৈয়ম হোসেনের দায়েরকৃত মামলায় আসামী হলেও সাহেদ আহমেদকে কারন দর্শানো নোটিশ না করা হলেও রহস্যজনক কারনে সাগর প্রধানকে কোনো কারন ছাড়াই কারন দর্শানো নোটিশ করেছে কেন্দ্রীয় যুবদল। দৃশ্যমান নানা কর্মকাণ্ডে জড়িত সজল ও সাহেদ আহমেদকে ছাড় দিয়ে সাগর প্রধানকে নোটিশ করা হলো!
৬ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত নোটিশ সাগর প্রধানকে পাঠানো হয়। এই নোটিশ সাগর প্রধান পাওয়ার আগেই নোটিশে কপি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাহলে প্রশ্ন থেকে যায় কারো ইন্ধনেই কি সাগর প্রধানকে এই নোটিশ পাঠানো হলো? যারা নোটিশটি আগেই পেয়ে ফেসবুকে ছড়িয়েছেন।
নোটিশে সাগর প্রধানকে বলা হয় যে, আপনি, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
এমতাবস্থায়, সংগঠন বিরোধী এহেন কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা আগামী ০৯ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হলো।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে প্রেরিত হয়েছে বলেও নোটিশে দাবি করা হয়।
এই কারন দর্শানো নোটিশের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে সাগর প্রধান এই সংবাদকর্মীকে পাল্টা প্রশ্ন রেখে বলেন, আমি গত ৫ আগস্টের পর কি এমন সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম করেছি বলুন তো? কারন সাংবাদিকরাই তো সবচেয়ে বেশি জানার কথা। এখন আমাকে কারন দর্শানোর নোটিশ করা হয়েছে। আমি কি বিষয়ে জবাব দিবো সেটাই খুঁজে পাচ্ছিনা।