টিটুর মায়ের আত্মার মাগফিরাত কামনায় এনায়েতনগর ইউনিয়নে বিএনপির দোয়া

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর মায়ের আত্মার মাগফিরাত কামনায় ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ ডিসেম্বর শনিবার বাদ মাগরিব ফতুল্লার শাসনগাঁও এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের পোষ্যদের গুলিতে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আর আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিকের সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বেপারী, সহ-সভাপতি শহিদুল ইসলাম নান্নু, বাবুল সরদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন খোকা, সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আয়নাল হক সরদার, গ্রাম বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন, কোষাধ্যক্ষ সেলিম গাজী, রাকিব হোসেন, ইউনিয়ন বিএনপির সহ দপ্তর সম্পাদক, যুব বিষয়ক সম্পাদক রায়হান সরদার, ছাত্র বিষয়ক সম্পাদক নাঈম ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক মো: রবিন, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক আফজসল হোসেন, যুবদল নেতা মিন্টু সরদার প্রমুখ।

এদিকে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর মায়ের আত্মার মাগফিরাত কামনায় এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ হয়ে হয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে শরিক হন। টিটুর আদর্শের সৈনিক আরিফুর রহমান মানিকের দক্ষতায় সকল নেতাকর্মীকে এক মঞ্চ করে দোয়া মাহফিল অনুষ্ঠান করা হয়।