ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহীন ও সদস্য সচিব গোলাম মোহাম্মদ কায়সার রিফাতের নেতৃত্বে র্যালীতে সিদ্ধিরগঞ্জ থানার ১০টি ওয়ার্ড, ফতুল্লা থানার ৫টি ইউনিয়নসহ আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও থানার কৃষক দলের শত শত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি মিশনপাড়া এলাকা থেকে শুরু হয়ে চাষাড়া বিজয়স্তম্ভ ঘুরে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিন করে পূনরায় চাষাড়া বিজয়স্তম্ভে যেয়ে শেষ হয়। এর আগে, মিশনপাড়া মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মো. স্বপন চৌধুরী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলম, সোহেল, নজরুল সহ জেলা কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ফুতুল্লা থানা কৃষকদলের আহবায়ক আমির হোসেন ব্যাপারী, সদস্য সচিব সুমন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের আহবায়ক তৈয়ম হোসেন ও সদস্য সচিব এস এইচ মুন্না, সোনারগাঁও থানা কৃষকদলের আহবায়ক ফজলুল হক মেম্বার ও সদস্য সচিব বাবুল হোসেন, রূপগঞ্জ থানা কৃষকদলের আহবায়ক নজরুল ও সদস্য সচিব আব্দুল মান্নান, আড়াইহাজার থানা কৃষকদলের আহবায়ক মো. আলমগীর ও সদস্য সচিব মো. সাইদুল।