বিজয় দিবসে নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের শ্রদ্ধাঞ্জলী

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সকাল ৭টায় নারায়ণগঞ্জ মহানগরীর চাষাড়া বিজয়স্তম্ভে নেতৃবৃন্দ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের সভাপতি মিশুক সাহার নির্দেশে সংগঠনটির সিনিয়র সহ সভাপতি শাহরিয়ার সাঈদ অন্তরের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইরফান আহমেদ সাগর, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সানি আমান, অর্থ সম্পাদক নাহিদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম বিভোর, প্রচার ও দপ্তর সম্পাদক ইয়াসিন সরকার ইমন, সমাজ কল্যাণ সম্পাদক সাদমান রহমান, কার্যকরী সদস্য ওবায়দুল ইসলাম অনিক প্রমূখ।