ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ৫ আগস্টের পূর্বে নারায়নগঞ্জ সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ছিলো। এ এলাকাতেও সন্ত্রাসীরা ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিলো। স্বৈরাচারীনি শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর সারাদেশের মতো এই এলাকায় সাধারন মানুষ জিম্মি দশা থেকে মুক্তি লাভ করেছে। পাকিস্তান খাদ এলাকা ৪নং ওয়ার্ডের অন্তভূক্ত হলেও শুধু মাত্র একটি রাস্তার কারনে তারা বিচ্ছিন্ন হয়ে আছে। রাস্তা যে নাই তা কিন্ত নয়। এর মূল কারন জলাব্দ্ধতা। সাবেক সংসদ ও নেতারা পানি নিষ্কাসনে শুধু বক্তব্য দিয়ে গেছেন কাজের কাজ কিছু করেনি। তারা বিদ্যু বিল জেনারেটর অপারেটরের বেতন না দিয়েই পালিয়ে গেছে।
তিনি আরো বলেন, ৫ আগস্টের পূ্র্বে এলাকায় যেমন সন্ত্রাস ছিলো সে অবস্থান যেনো আর না হয়। ৫ আগস্টের পূর্বে যারা আওয়ামীলীগের রাজনীতিতে জড়িয়ে থেকে চাঁদাবাজী, সন্ত্রাসী, লুটতরাজ করেছে তাদের অনেকেই আজ বিএনপি সাজার চেষ্টা করছে। সে দিকটা সকল নেতা কর্মীদের সতর্কত থাকার আহবান জানন।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের উদ্দ্যেগ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার বিকেলে ফতুল্লার পাকিস্তান খাদ রেল লাইন এলাকায় এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ওই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের সভাপতি জাকির হোসেন রবিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার।
ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসাইনের সঞ্চালনায় বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা যুবদলের আহবায়ক জাকির হোসেন রবিন,ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল-আমিন, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জুয়েল আরমান, ফতুল্লা থানা বিএনপির সহ প্রচার সম্পাদক মিলন ঢালী।
এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধান, সৈকত রাজ, মোঃ রাজিব হোসেন ভূইয়া, মোঃ শাহিন আহমেদ নিলয়, মোঃ শামিম হোসেন, মোঃ শরিফ হোসেন ও ইব্রাহিম হোসেন।