ইউসুফ ও আলমগীরের নেতৃত্বে ফতুল্লা থানা প্রজন্ম দলের কমিটি ঘোষণা

সান নারায়ণগঞ্জ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সকলের সম্মতিক্রমে ইউসুফ চৌধুরীকে আহবায়ক ও আলমগীর দেওয়ানকে সদস্য সচিব করা হয়।

২০ ডিসেম্বর শুক্রবার বিকালে ফতুল্লা থানাধীন দেওভোগ মাদ্রাসাস্থ মাঠে সম্মেলনের মাধ্যমে প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠিত হয়।

সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহম্মেদ, জেলা প্রজন্ম দলের সদস্য সচিব রায়হান উদ্দিন জিল্লু, সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন সানি, যুগ্ম আহবায়ক শাহজাহান সাজু প্রমুখ।

নব-গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদ প্রজন্ম দলের ফতুল্লা থানা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, কামাল হোসেন, জুলহাস, মোজাম্মেল হোসেন, সেলিম মাহমুদ, বিপ্লব চৌধুরী, আব্দুল কাদির সহ ৮৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি। জেলার আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম এ কমিটি ঘোষণা করেন।

সম্মেলনে প্রধান অতিথি সলিমুল্লাহ করিম সেলিম তার বক্তব্যে বলেন, গণমানুষের নেতা তারেক রহমান এবং নারায়ণগঞ্জের গণমানুষের নেতা জাকির খানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সৎ আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে। কোন সন্ত্রাস ও চাঁদাবাজকে প্রজন্ম দলে ঠাই হবে না। আর খুব অল্প আমাদের সকলের প্রিয় নেতা জাকির মুক্তি পেয়ে আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ।